হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ॥ সারাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ

13
হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে নির্মিত কিচেন মার্কেট উদ্বোধন শেষে মোনাজাত করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি।

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় দায়বদ্ধদের অপমান-অপদস্থ না করে বরং জীবন বিপন্নকারী এই সমস্যা সমাধানের জন্য কাজ করার সুযোগ দিতে হবে। আর সকলে একত্রিত হয়ে কাজ করলে যে কোন সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন করাই উত্তম। সরকার এ ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থাও এই সমস্যা সমাধানে কাজ করছে। তিনি আরও বলেন, সারাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। এরই আলোকে হবিগঞ্জের মানুষের কল্যানে সড়ক, জলাবদ্ধতা নিরসন সহ নানা উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেয়া হবে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় অবদান রাখার জন্য আমাকে কোন সম্মাননা দেয়া হয়নি। রাজধানীর এফডিসিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ডেঙ্গু বিষয়ক’ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও পরাজিত দলকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এসময় প্রথাগতভাবেই আমাকেও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তিনি শনিবার হবিগঞ্জ সফরকালে হবিগঞ্জ পৌরসভা কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এবং কাউন্সিলর জাহির মিয়ার সঞ্চালনা ও নব-নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যদানকালে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি আলহাজ্ব মোঃ শাহনেয়াজ মিলাদ গাজী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, সদও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ প্রমুখ। তার আগে মন্ত্রী তাজুল ইসলাম ফলক উন্মোচনের মাধ্যমে শহরের পিটিটিআই সম্মুখে নির্মিত ‘পৌর কিচেন মার্কেট’ শুভ উদ্বোধন করা, বাইপাস সড়কের উভয় পাশে চলমান উচ্ছেদ প্রক্রিয়া- শহরের আধুনিক ষ্টেডিয়াম সংলগ্ন ময়লার ভাগাড় হিসেবে পরিচিত এলাকার তদারকি সহ শহরের সার্কিট হাউজ সভা কক্ষে হবিগঞ্জ জেলার এলজিইডি ও ভিপিএইচই কর্তৃক বাস্তবায়নাধীন চলমান উন্নয়ন কার্যক্রমের উপর পর্যালোচনা এবং শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক সভা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগয়েরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মোঃ আলমগীর হোসাইন।