ইবনে সিনা হাসপাতাল সিলেট লি: এর ১০ বছর পূর্তি উপলক্ষে সিলেট চেম্বার এর সভাপতি সহ পরিচালকদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় অনুষ্ঠিত। রবিবার নগরীর একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হক এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন সিলেট চেম্বার এর সভাপতি খন্দকার সিপার আহমদ, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মোঃ সাহিদুর রহমান, মো: ওয়াহিদুজ্জামান ভুট্টো, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, মোঃ আব্দুর রহমান জামিল, মুজিবুর রহমান মিন্টু, ইবনে সিনা ট্রাস্টের জি.এম এন্ড হেড অব মার্কেটিং এ.এন.এম তাজুল ইসলাম, পরিচালক মাওলানা আব্দুল কাদির, ডা: মোদাব্বির হোসেন, ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অব:) ডা: রুকনুল ইসলাম চৌধুরী, ম্যানেজার এডমিন মো: তারিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন চেম্বার নেতৃবৃন্দ হাসপাতালের সেবা মান নিয়ে প্রশংসা করে বলেন এই হাসপাতাল সিলেটবাসীর জন্য গর্ভের। চেম্বার নেতৃবৃন্দ হাসপাতালের সেবার মান অক্ষুন্ন রাখার দাবি জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিব বলেন সিলেটে ইবনে সিনা হাসপাতাল ২০০৯ সালে যাত্রা শুরু পর চিকিৎসা ক্ষেত্রে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুরু থেকে ইবনে সিনা সৃষ্টির সেবার মাধ্যমে ¯্রষ্টার আনুগত্য করে যাচ্ছে। চারটি প্রতিজ্ঞা নিয়ে ইবনে সিনা মানব সেবা লক্ষ্যে যে যাত্রা শুরু করেছিল তা আজও অব্যাহত রাখতে পেরেছে। এক্ষেত্রে সিলেটের ইবনে সিনা সিলেটবাসীর আস্থা ও ভরসার জায়গা দখল করতে সক্ষম হয়েছে। তিনি হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করা হবে জানিয়ে বলেন সেবাই আমাদের মূল লক্ষ্য। সেবার ক্ষেত্রে হাসাপাতাল কোন আপোষ করবে না।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, রিকাবীবাজারের ইনচার্জ মোবারক হোসেন, হাসপাতালের সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ মামুন সরকার, করপোরেট ইনচার্জ মোহাম্মদ শাহেদ আলী, মার্কেটিং ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি