সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ টেন্ডার প্রক্রিয়াধীন ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার-চন্ডিপুল-হুমায়ুন রশীদ চত্বর অংশের ৬ লেন পুনঃনির্মাণ কাজ, মহাসড়কের লালাবাজার-সিলাম-পারাইরচক পর্যন্ত নতুন ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ অবিলম্বে শুরু, দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়নের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্তিকরণ এবং সিলেটসহ সারাদেশে ন্যাক্কারজনক ধর্ষণ ঘটনায় সংশ্লিষ্ট দুর্বৃত্তদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় নগরির কীন ব্রিজের দক্ষিণ প্রান্তে বাস টার্মিনাল রোডের মৌবন সুপার মার্কেটের সামনে থেকে ১ ঘন্টার এ কর্মসূচি শুরু হবে। গত (৭ অক্টোবর) বুধবার রাতে বঙ্গবীর রোডের লাউয়াইস্থ উপহার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং উপদেষ্টামন্ডলীর এক যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নাগরিক কমিটি’র সভাপতি ও মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর মোঃ আজম খান’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্যপ্রাক্তন অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব-ই-জামিল। বক্তব্য রাখেন উপদেষ্টামন্ডলীর পক্ষে আলহাজ্ব মোনায়েম খান বাবুল, আলহাজ্ব কামাল উদ্দিন, আলহাজ্ব মোঃ জছির উদ্দিন দছু, নির্বাহী কমিটির পক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মইনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রইছ আলী, আলহাজ্ব মোঃ আমির উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, শিল্পপতি গোলাম হাদী ছয়ফুল, আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর খান, দেলওয়ার হোসেন রানা, মোঃ ছয়েফ খান, বাবুল হোসেন, আব্দুল হাই আজাদ বাবলা, ইমাদ উদ্দিন নাসিরী, লাহিন আহমদ রুয়েল, আশরাফুল ইসলাম এমরান, খন্দকার মহসিন কামরান, আববাস উদ্দিন জ্বালালী, মুহাম্মদ সোহেল রানা প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সৈয়দ মাহবুব-ই জামিল। বিজ্ঞপ্তি