কবির কাঞ্চন
বাংলা নববর্ষ যখন বছর ঘুরে আসে
তখন বুঝি খুশির জোয়ার সমীরণে ভাসে।
সেই জোয়ারে ভাসতে সবাই মেলার পানে চলে
রঙ বেরঙের পোশাক পরে ঘুরে দলে দলে।
খুকু কিনে হাঁড়ি-পাতিল খোকা কিনে বাঁশি
দেশি পন্য কিনতে পেরে সবার মুখে হাসি।
কেনা শেষে খেতে বসে বৈশাখেরই খানা
এলার্জিটা যতোই থাকুক করবে না কেউ মানা।
বাংলা গানে মন ভরে যায় মুগ্ধতারি সুরে
সকল আশা যায় মিটে যায় মেলায় ঘুরে ঘুরে।
বাংলা পিঠা সবচে’ মিঠা বাংলামায়ের মতো
নবরূপে বাঙালি হই বীর বাঙালি যতো।