কাজিরবাজার ডেস্ক :
১৫তম বেসরকারী শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। পরীক্ষায় আট লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। আবেদনকারীরা ইতোমধ্যে ওয়েবসাইটে থেকে প্রবেশপত্র ডাউনলোড করেছেন। শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজধানীর তিতুমীর কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। গত ৩১ মার্চ রাতে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করেছে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।