মো: ছিদ্দিকুর রহমান
উন্নয়নের জোয়ারে আজ
ভাসছে বাংলার ভেলা,
করে অগ্নিবীণা নিত্যদিনে
মরন নিয়ে খেলা।
দুদিন পর পর নানা পান্তে
উঠেছে জ্বলে আগুন,
অগ্নিদগ্ধের লাশের গন্ধ
বাড়ছে আরো দিগুন।
চকবাজারের অগ্নিকান্ড
যায় না আজো ভুলা,
নরক কুণ্ডের বারুদ যেন
আগুনের ঐ গোলা।
এখানে সেখানে প্রতিদিন
শুনে আগুনের খবর,
ভয় ভীতিতে থেকে সবার
বুকটা কাঁপে থরথর।
সৃষ্টিকর্তা ওগো প্রতিপালক
হলাম তোমার শরণাপন্ন,
তোমার রহমতের সুদৃষ্টি চাই
অগ্নি নির্বাপণের জন্য।