স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহানগরী থেকে পৌরসদর, জেলা শহর থেকে উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ এমনকি সিলেটের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও অমর একুশে ফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
আগের রাত একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শহীদমিনার বাস্তবায়ন পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা সিভিল সার্জন, সিলেট সদর উপজেলা প্রশাসন ও আরআরএফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
একুশের সকাল থেকে আবারও শুরু হয় শ্রদ্ধা নিবেদন। চলে দুপুর পর্যন্ত। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক লীগ, স্বেচ্ছাসেবক দলসহ আওয়ামী ও বিএনপি ঘরানার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সিলেটের অন্যান্য বেসরকারি কলেজ ও স্কুলেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন প্রভাত ফেরী, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতাসহ আরও নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়া সিলেট সদর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলা সদরেও সরকারি বেসরকারি উদ্যোগে অমর একুশে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
সিলেট বিভাগের অপর তিন জেলা মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন উপজেলা সদর, গ্রামাঞ্চলেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
এদিকে, সিলেট জেলা আওয়ামী লীগ প্রতি বছরের ন্যায় সমগ্র জাতির সাথে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে প্রভাতফেরীর মাধ্যমে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের নেতৃত্বে প্রভাতফেরীসহ শ্রদ্ধাঞ্জলি অর্পণে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো. জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, সিলেট জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, মিজানুর রহমান প্রমুখ।