ফেরদৌসী খানম রীনা
বাঁচার জন্য সবাই যখন
করছে চিৎকার,
বিবেকহীন মানুষ তখন
ছবি নিলো তার।
হায়রে মানুষ শুধুই কি!
চেয়ে দেখবে নিরবে,
বিপদে যারা তাদের জন্য
কিছু একটা করতে হবে।
না বুঝলে শিখ তবে
ছোট্ট বালকের কাছে,
ছোট্ট বালক তবু তো
বিবেক তার আছে।
বিপদে সবার জন্য করলো
সেদিন সে যা,
সবাই করে প্রশংসা
সে তো খুব বড় না।
তার মনে আছে মানুষের জন্য
মায়া আর মমতা,
শিখালো সে মানুষ মানুষে
নেই কোন ভিন্নতা।
মানুষের বিপদে সাহায্য করো
যতটুটু সম্ভব।
তবে তোমার মনে শান্তি
হবে অনুভব।