আরিফ খান
আগুন! আগুন! কেউ আমাকে বাঁচাও!
বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও!
আমি বাঁচতে চাই ধরার মাঝে
আমাকে কেউ বাঁচাও!
আমার আর সহ্য হচ্ছে না
লেলিহান শিখার তাপ,
ঝলসে যাচ্ছে আমার দেহ
তোমরা ছবি তুলতে ব্যস্ত।
হায়রে মানব এই বুঝি মানবতা
যা চার অক্ষরে সীমাবদ্ধ,
আমার শোকের সময় তোমরা
রঙ্গ তামাশায় মুগ্ধ।