শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ, অভিবাসী শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে সার্বিক নিরাপত্তা, আন্তর্জাতিক আইনে বেতন নিশ্চিতকরণ; আউটসোর্সিং-এর পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের স্থায়ী নিয়োগ প্রদান; সকলের জন্যে কর্মসংস্থান নিশ্চিতকরণ; রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, চিনিকল বন্ধের পায়তারা বন্ধের দাবিতে
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত সারাদেশে দাবি দিবসের অংশ হিসেবে সিলেট জেলা শাখার উদ্যোগে ১৮ ডিসেম্বর বিকাল ৪টায় সিটি পয়েন্টে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠন সিলেট জেলার আহবায়ক মোখলেসুর রহমান -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জিতু সেন, বিরেন সিং, করমলাল,প্রসেনজিৎ রুদ্র প্রমুখ। বিজ্ঞপ্তি