রামপ্রসাদ সূত্রধর
চৈত্রের গগনে উত্তাপ দহনে
খাল বিল শুকালো।
বৃক্ষের উত্থান সজীব প্রাণ
নতুনে ভুবন সাজিলো।
ঝড় বৃষ্টি তুফান সৃষ্টি
ক্ষণে ক্ষণে আসে।
ধূলি বাড়ায় নিত্য উড়ায়
উত্তরের বাতাসে।
চৈত্রের খরা বৈশাখের ঝড়
নিত্য দিনের ক্ষতিকর।
বিশ্বের শান্তি দেশের অগ্রগতি
করি কামনা নিরন্তর।