জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে অবৈধ মদের জমজমাট বৈধ ব্যবসা চলছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর সদর বাজারে দেশীয় মদের ব্যবসা চলছে। সুভাষ চন্দ্র রায় নামের এক ব্যবসায়ীর পাট্রা থেকে মদ সেবন করেন সেবীরা।
১২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সরজমিনে দেখা যায়, মদ সেবীরা পাট্টা থেকে মদ কিনে নিয়ে যাচ্ছেন। জানতে চাইলে পাট্টার দায়িত্বে থাকা রীতেন হালদার বলেন, আমাদের পাট্টার লাইসেন্স রয়েছে। আমরা প্রতিদিন ৩৩০ জন লাইসেন্সধারী সেবকদের মধ্যে মদ বিক্রি করে থাকি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শ্রীমঙ্গলের সরকারি ডিপো থেকে মদ আমদানী করে নির্দিষ্ট পরিমাণে বিক্রি করি।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, লাইসেন্সের বাইরে মদ বিক্রি করা যাবে না।