শাবিপ্রবি প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, পরকীয়ায় জড়িত হওয়ার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হিসেবে জ্ঞানের অভাবকেই দায়ী করা যায়। যার মধ্যে প্রকৃত জ্ঞানের অভাব রয়েছে তার পক্ষেই শুধু অনৈতিক কাজে জড়িয়ে পড়া সম্ভব। সঠিক জ্ঞান থাকলে ব্যাক্তির মধ্যে পরকালের ভয় কাজ করে, আর এই ভীতির কারণেই কোন ব্যক্তির পক্ষেই অনৈতিক কাজে জড়ানো অসম্ভব। তাই বলা যায়, সমাজ থেকে পরকীয়ার মত ব্যাধিকে দূর করতে হলে প্রথমেই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তদানুযায়ী আমল করতে হবে।
তিনি শুক্রবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে মানবাধিকার সংস্থা বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে পরকীয়া প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির ডেপুটি পুলিশ কমিশনার মো. জেদান আল মূসা, সিলেট জজ কোর্টের সিনিয়র জজ মো. মুস্তাাকিম বিল্লাহ, বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ইঞ্জিনিয়ার ফারুক শাজেদ, ভাইস চেয়ারম্যান জেএস খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ সলমান উদ্দিন, সহ সভাপতি মো. হুমায়ুন কবির, সহ সভাপতি এডভোকেট সাদেক আহমদ সাজন, সাধারণ সম্পাদক এড. মো. আনিচুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন রূপক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইফতেখার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আকমল হোসেন, অর্থ সম্পাদক এ কে এম জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মো. মাজেদ আহমদ, দপ্তর সম্পাদক কাজী আল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. মিছবাহ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা জান্নাতুল রুমা, কার্যানির্বাহী সদস্য মো. মাসুদ আহমদ, এড. ফোরাহীম হোসেন, ডা. শান্তনু দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আহমেদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি