মজনু মিয়া
বাবা ছিলো ইসকুল মাষ্টার
তাই হইলো যে কাল,
সেদিন রাতে ধরে নিলো
তুললো পিঠের ছাল!
চোখ দুটো যে কানা করলো
বুকে দিলো গুলি,
হাড় মাংস সব কুকুর খেলো
পরে রইলো খুলি!
জানতে পেরে মা আমাকে
সাথে নিয়ে সেদিন,
বাবার কাছে যেতে চাইলো
কিন্তু ছিলো দুর্দিন!
তাই তো মায়ে আজও কাঁদে
এলে মার্চ মাস,
এ কাঁদন যে যুগ জনমের
বুকের দীর্ঘঃশ্বাস!