আহমেদ কবির
আয়রে খোকা আয়রে খুকি
মামার বাড়ি যাব,
গাছে উঠে নিজের হাতে
আম, পেয়ারা খাব।
মামার বাড়ির ফল বাগানে
কত সুস্বাদু ফল;
আম-জাম, আতা, লিচু দেখে
জিহ্বাতে আসবে জল।
দল বেঁধে যে খেলব মোরা
কানামাছি ভোঁ ভোঁ,
খেলার সাথে থাকবে মোদের
মজার ফলের লোভও!
জ্বীন-পরীদের গল্পে মামা
মনটা নিবে কাড়ি,
আয়রে খোকা আয়রে খুকি
যাব মামার বাড়ি।