মো: হাসান মাহমুদ বজ্র
পুড়ছে মানুষ জ্বলছে দেশ
বনানীতে এসে দেখ
মানুষ পুড়া নির্দয় ধোঁয়া
বাঁধছে বিষের মেঘ।
কোন সে পাপে পুড়ছে দেশ
উড়ছে ধোঁয়ায় হেসে
উন্নয়ন সব দেখ যাও
বনানীতে এসে।
ছয় ঘন্টায় বিশ ইউনিট
এদিক ওদিক ছুটে
ততক্ষণে কত যে প্রাণ
অকাল গেছে টুটে।
পানি নাইরে পানি নাইরে
পুরো এলাকায়
হাতির ঝিলে বিমান নিয়ে
পানি আনতে যায়।
উদ্ধার করার নাইরে যন্ত্র
শূন্য পানির ট্যাংক
জনগণের টাকা গুলো
খাচ্ছে কাদের ব্যাংক?
রাস্তা ঘাটে মরছে মানুষ
পুড়ে হচ্ছে চাই
উন্নয়নের এমন জ্বালায়
কোথায় বল যাই?