তানহিম আহমেদ
সবুজ মাঠ ধানের ক্ষেত পেড়িয়ে
যাচ্ছি আমি আজ নানুর বাড়ি
খুব সকালে কুয়াশার চাদরে সব
ঢাকা থাকে কাঁপে রসের হাড়ি।
ফুটে রজনীগন্ধা আরো কত ফুল
শোভা পায় আমাদের বাগানে
হেমন্ত কালে ডেকে ওঠে অতিথি
পাখি ঘুমানো বিশাল সে বনে।
আনন্দে ভরা আবেশ খেলে যায়
সেই সুখে মনের গহিণ কোনে
ভাঙ্গা পথের পারে সূর্যি মামা ডুব
দেয় মধুর ধ্বনি বাজে কানে।