জেড.এম. শামসুল :
গত জানুয়ারি মাসে সিলেট অঞ্চলে গত জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা, হত্যা, আত্মহত্যা, লাশ উদ্ধার, পানিতে পড়ে, আগুনে পুড়ে ৪৬ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
বিভিন্ন সূত্র মতে গত পয়েলা জানুয়ারি নগরীর ক্বীন ব্রীজ‘র দক্ষিণ পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার, তামাবিল সড়কে দুর্ঘটনায় পর্যটক গোলাম মস্তফা (৩৮) ও ইব্ররাহীম আলী (২৮), শহরতলীর কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে অজ্ঞাত (৬০) নামি এক বৃদ্ধের লাশ উদ্ধার, ওসমানি নগরে অটোরিক্সার চাপায় নৈশ্য প্রহরী রহমত আলি (৬৫), হবিগঞ্জে শ্বশুর বাড়ি থেকে প্রভাত মিয়া (৩৫), জামাই’র লাশ উদ্ধার। দু’জানুয়ারি ওসমানীনগরে মাইক্রোবাস চাপায় মনোজ দেব (৩৮), তিন জানুয়ারি জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিলন মিয়া (৫০), মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪২) নামক এক ব্যক্তি মারা যান। চার জানুয়ারি ওসমানি নগরে সড়ক দুর্ঘটনায় তোফায়েল মিয়া (৯), বিয়ানীবাজারে ইটভাটায় শ্রমিক কাওছার আহমদ (৩৬) মর্মান্তিক মৃত্যু ঘটে।
৫ জানুয়ারি, শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় প্রবাসী ফরিদ মিয়য়া (২৫), ৬ জানুয়ারি হবিগঞ্জে ট্রাক্টর চাপায় রাজু মিয়া (২০), নবীগঞ্জে জলে ডুবে তিন সন্তানের জননী খাদিজা বেগম (৩৫)। ৭ জানুয়ারি সুনামগঞ্জের ধর্মপাশায় জলমহাল নিয়ে দু‘পক্ষের সংর্ঘষে শ্যামচরন বর্মন (৬০), মাধবপুরে ট্রাক চাপায় শিলা আক্তার (৭)। ৮ জানুয়ারি হবিগঞ্জ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, ৯ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় এয়ারপোর্ট আতাউর রহমান (৩০), বানিয়াচংয়ে দুর্বৃত্তের হাতে তানভীর মিয়া (২০) খুন হন।। ১০ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় জুড়ীতে কলেজ ছাত্র হোসেন আহমদ (২৪), দক্ষিণ সুনামগঞ্জে সোহেল মিয়া (৩২)। ১১ জানুয়ারি নগরীর ফাজিলচিশতে ট্রাক চাপায় সজিব (২৭) ও লুৎফুর (২৪), টুকেরবাজার থেকে মাসুদ রানা (৩৮) নামক এক যুবকের লাশ উদ্ধার, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৪০) এক অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার। ১২ জানুয়ারি বড়লেখায় ইউপি সদস্য শামীম আহমদ (৫০) লাশ উদ্ধার, দিরাইয়ে অটোরিক্সা চাপায় নাঈম মিয়া (৯), বাহুবলে দুর্বৃত্তের হাতে আলমগীর মিয়া (১৭) খুন হয়।
১৩ জানুয়ারি ওসমানিনগরে দাদির গুলির আঘাতে নাতি ইব্রাহিম (৬), বিশ্বনাথে অটোরিক্সা সংঘর্ষে সাইদুর ইসলাম (২৩), ১৪ জানুয়ারি দক্ষিণ সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংর্ঘষে জয়নুদ্দিন (৬০), গোলাপগঞ্জে মাটি চাপায় দিনমজুর মস্তফা আহমদ (৩২), ১৮ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় লাখাইয়ে কেরামত আলী (৫১), মাধবপুরে আলম মিয়া (৪০), ১৯ জানুয়ারি খাদিম থেকে ছুরিকাহতে খুন নাঈম আহমদ (২২) নামক এক তরুনের লাশ উদ্ধার,২০ জানুয়ারি সুনামগঞ্জে বাস চাপায় আজিজুর রহমান (১০), শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রঞ্জিত কৈরা (৫০), জাফলংয়ে ডাউকি নদী থেকে শফিকুর রহমান (৩০) মৃতদেহ উদ্ধার। ২১ জানুয়ারি নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সজিব আহমদ (১৮) ও সড়কের পাশ্ব থেকে রক্তাক্ত অবস্থায় আলমগীর মিয়া (৪০) নামক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ২২ জানুয়ারি ওসমানী নগর থেকে অঞ্জাত (৬৫) নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার। ২৩ জানুয়ারি শহরতলীর খাদিমপাড়ার একটি ডোবা থেকে অজ্ঞাত নামা (১৪) লাশ উদ্ধার, এদিন ওসমানীনগরে রিক্সা চালক কালু মিয়া (৬০) দুর্বৃত্তের হাতে খুন হন, সুনামগঞ্জে হোটেল শ্রমিক নিশি দাস (২৩)। ২৪ জানুয়ারি জগন্নাথপুরে বোনের বাড়িতে ভাই সাজ্জাদুর রহমান সুজন (৪৫)‘র আত্মহত্যা, শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক সুধীর চন্দ্র দেব (৫০)। ২৫ জানুয়ারি ওসমানীনগরে ফাইজা (১৩) দুর্বৃত্তের হাতে প্রাণ হারায়। ২৬ জানুয়ারি শায়েস্তাগঞ্জে দুর্বৃত্তের হাতে স্কুলছাত্র তানবীর আহমদ (১৬) প্রাণ হারায়। ২৭ জানুয়ারি বিয়ানীবাজারের হাওর থেকে অর্ধদগ্ধ (৩০) অজ্ঞাতনামী মহিলার মৃতদেহ উদ্ধার। ২৮ জানুয়ারি মাধবপুরে গৃহবধূ মনি বেগম (২৫), বিশ্বনাথে দুর্বৃত্তের হামলায় কৃষক ছরকুম আলী (৭৫), গোয়াইন ঘাটে সস্ত্রাসী হামলায় আশিকুর রহমান (২৪), হবিগঞ্জে দেয়াল চাপায় চা শ্রমিক অজিত বাকতি (৩৫) ও স্বপন মাল (২৫) মারা যায়, জৈন্তায় এক নবজাতকের লাশ উদ্ধার। ২৯ জানুয়ারি ছাতকে পিকআপ চাপায় আহমদ সাফি (৪) এক শিশু মারা যায়। ৩১ জানুয়ারি কোম্পানিগঞ্জের নয়াগাঙের পাড় থেকে অজ্ঞাতনামা (১৩) এক কিশোরের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।