দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলার সদর হতে ব্রিটিশ রাস্তার সামন পর্যন্ত রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় জনসাধারণ ও যান চলাচলে খুবই কষ্ট হত। ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির নির্দেশে এসব বড় বড় গর্ত ভরাট করার জন্য ইউপি সদস্য তাজির উদ্দিনকে দায়িত্ব অর্পণ করা হয়। ইউপি সদস্য তাজির উদ্দিন সদর ব্রীজ হতে নৌকা ভাঙ্গা পর্যন্ত বালু, ইট সুরকি দিয়ে গর্তগুলো ভরাট করার ফলে বর্তমানে উক্ত রাস্তা দিয়ে যান ও জনসাধারণ চলাচলে উপযোগী হয়ে উঠেছে। উপজেলা নির্বাহী অফিসে যোগাযোগ করা হলে অফিসের কর্মকর্তারা জানান উক্ত রাস্তা মেরামত করা হলে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় হবে। মূলত উক্ত রাস্তা গর্ত ভরাটে সর্ব-সাকুল্যে ৭/৮ লাখ টাকা ব্যয় হবে। উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক জানান দোয়ারাবাজার সদর থেকে ব্রিটিশ রাস্তার সামন পর্যন্ত রাস্তাটি খুবই নাজুক অবস্থা ছিল। উক্ত রাস্তা পুনঃসংস্কারের জন্য ২২ কোটি টাকার টেন্ডার হয়েছে, বর্তমানে জনসাধারণের চলাচলের সুবিধার্থে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির নির্দেশে গর্তগুলো ভরাট করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য নূর আহমদ আলম জানান দোয়ারাবাজার সদর হতে নৌকা ভাঙ্গা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা বর্তমানে চলাচলের উপযোগী হয়ে উঠেছে।