স্টাফ রিপোর্টার :
কৃতজ্ঞ বাঙালি জাতি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করল বাংলাদেশ নামক ভূখন্ডের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে। দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃপ্ত শপথে রবিবার বাঙালি জাতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধুকে।
নানা অনুষ্ঠানামালায় এবং বাঙালি জাতির হৃদয় নিংড়ানো শ্রদ্ধা-ভালোবাসায় দেশব্যাপী পালিত হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
নানা কর্মসূচির মধ্যদিয়ে বিভাগীয় নগরী সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি আলোচনা-সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য, আবৃত্তি ও দেশাত্ববোধক গানের আয়োজন করা হয়।
গতকাল রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া দুপুরে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। তাছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা-সভা ও দোয়া-মাহফিল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ উদ্যোগে শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে রবিবার রাত ১২ টা ১ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এদিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়-
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১’ : সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গতকাল ১৭ মার্চ রবিবার বেলা ১১ টায় ধোপাদীঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ সভাপতি মারিয়ান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা কমিটির সভাপতি এডভোকেট বন্ধু গোপাল দাশ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, মহিলা কমিটির সভানেত্রী শামসুন্নাহার মিনু, সাধারণ সম্পাদিকা হাসনা হেনা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, কবি হরিপদ চন্দ, এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট জুবায়ের বখত, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট গাজী আজমল, এডভোকেট খন্দকার রানা, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট রফিক আহমদ, বাহারুল হুদা চৌধুরী, এডভোকেট কুতুব উদ্দিন, এডভোকেট জয়জিৎ আচার্য, নারীনেত্রী মাহমুদা নাজিম রুবি, জান্নাত আরা পান্না, রেণুকা দাস, মাধুরী গুণ, অঞ্জনা সরকার, মিসেস শাহীন চৌধুরী, সৈয়দা হুসনে আরা বেগম, শাহিদা খাতুন, আব্দুল মালিক পুকন, কুমার গণেশ পাল, ধ্রুব গৌতম, মোঃ মনছুর আলম, মাহিন চৌধুরী, অনির্বান পাল গর্ব, আল মামুন বাবলু প্রমুখ।
রাগীব-রাবেয়া প্রতিবন্ধী সেবাকেন্দ্র : আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও রোকেয়া পদকপ্রাপ্ত সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, যার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতোনা।হাজার বছরের শৃঙ্খলিত বাঙালীর মুক্তির দিশা নিয়ে জন্ম নিয়েছিলেন মুজিব নামের এক আলোক শিখা। এই আলোক শিখা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ে সর্বত্র, নিকষ কালো অন্ধকারের মধ্যে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করতে পথ দেখাতে থাকে পরাধীন জাতিকে। অবশেষে বাংলার পূর্ব আকাশে পরিপূর্ণ এক সূর্য আবির্ভূত হয়, বাঙালি অর্জন করে মুক্তি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু আজ নেই, কিন্তু সে সূর্যের প্রখরতা আগের চেয়েও বেড়েছে অনেকগুণ। সেই সূর্যের প্রখরতা নিয়েই বাঙালি জাতি আজ এগিয়ে চলেছে সামনের দিকে। এগিয়ে চলেছে দেশ তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি বলেন বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। সরকারের পাশাপাশি সিলেটের কৃতি সন্তান দানবীর ড. রাগীব আলী এই প্রতিষ্ঠান স্থাপন করে একটি মহৎ কাজ করেছেন। এতে প্রতিবন্ধী শিশুরা সেবা পাচ্ছে এ জন্যে তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তার সহধর্মিনী মহিয়সী নারী মরহুমা বেগম রাবেয়া খাতুন চৌধুরী ও একজন শিক্ষানুরাগী সমাজসেবিকা ছিলেন। বেগম রাবেয়া খাতুনের প্রেরণায়ই দানবীর রাগীব আলী এতদূর এগিয়ে এসেছেন।
তিনি গতকাল রবিবার সকালে নগরীর শাহী ঈদগাহে শাহ জালাল রাগীব-রারেয়া প্রতিবন্ধী ইন্সস্টিটিউট ও রাগীব-রারেয়া প্রতিবন্ধী সেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও শাহ জালাল রাগীব-রারেয়া প্রতিবন্ধী ইন্সস্টিটিউটের অধ্যক্ষ ও রাগীব-রারেয়া প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সাধারণ সম্পাদক শামীমা নাছরিন পপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু , দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী।
১১নং ওয়ার্ড আওয়ামীলীগ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ রোববার সন্ধ্যা ৭টায় যুবলীগ নেতা রোটা: মির্জা সাদ্দাম হোসেনের উদ্যোগে ভাতালিয়ায় এ অনুষ্ঠান হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী করিম, হাজী সানাউল্লাহ হক জিতু, মখলিছুর রহমান মখলিছ, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন আনাই, মামুনুর রশীদ মামুন, আওয়ামীলীগ নেতা আনোয়ার বাদশা, আবু মিয়া, সৈয়দ বাবুল, মনোয়ার হোসেন পান্না, হাজী আলমগীর হোসেন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ জেলা সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, শিমুল আহমদ, ছাত্রলীগ নেতা আমিনুর রশীদ আমিন, সায়েম আহমদ, অপু আহমদ, সুলতান, প্রদীপ, শিব্বির, গিয়াস, সুমন, জুনেদ প্রমুখ।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখা : ১৭ মার্চ রবিবার বিকাল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজার পুরান লেনস্থ ৫৩-সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ত্যাগ, দেশপ্রেম আর মহত্ত্বকে সঠিক ভাবে মূল্যায়নের মাধ্যমে জন্মদিনের শ্রেষ্ঠ তাৎপর্য নিহিত। বঙ্গবন্ধু স্বাধীনতার একাগ্র সাধক ছিলেন। তাঁর সুখ স্বপ্ন ছিলো দুঃখী ও শোষিত মানুষের মুখে হাসি ফোটাবার। বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্ব স্থানীয় থেকে বৈশি^ক পর্যায় পর্যন্ত বিস্তৃত ছিল। দেশবাসীর সকল ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধুর অনুপ্রেরণা এবং তার মহান আদর্শে লালিত পথ ধরে জাতিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করা হয়েছিলো বলেই তাঁর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি এস.এম জহুরুল ইসলাম, কার্যকরী সিনিয়র সদস্য মোঃ বেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ শিপলু, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান আহমদ, হামিদ হোসেন আকাশ, সাংবাদিক শাহানা পারভীন খান, দাপ্তরিক মোঃ সেলিম আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন আহমাদ সালেহ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এম.ইউ শাকিল।
জেলা মহিলা আওয়ামীলীগ : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বঙ্গবন্ধুর চেতনার নিরন্তর অনুশীলনের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর জীবনব্যাপী একটিই সাধনা করেছেন বাংলা ও বাঙালির মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করে। বাঙালির মুক্তি সংগ্রামের এক মহৎ প্রচ্ছদপট বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে ওঠেন ইতিহাসের মহামানব। বাংলা ও বাঙালির জন্য তাঁর ভালোবাসা ছিল অপরিসীম। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণবাচক বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। আমাদের দুর্ভাগ্য আমরা তাঁকে বাঁচাতে পারিনি। ষড়যন্ত্রকারী ঘাতকের দল এই মহান নেতাকে সপরিবারে হত্যা করেছে। আমরা হারিয়েছি সর্বস্ব। আজ তিনি বেঁচে থাকলে ৯৯ বছরে পদার্পণ করতেন। তাঁর স্বপ্নের বাংলাদেশকে সোনার বাংলায় রূপদান করতেন। সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত রবিবার সন্ধায় জেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও বাংলাদেশা মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সদস্যা সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক।
অন্যান্যের মধ্যে বক্তব্যা রাখেন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, সিনিয়র সহ-সভাপতি সালমা বাসিত, সহ-সভাপতি শামসুন্নাহার, সহ-সভাপতি আছিয়া সিকদার, সহ-সভাপতি বিলকিস নুর, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মাধুরী গুণ,সাবেক সিসিক কাউন্সিল জাহানারা খানম মিলন, এডভোকেট রাশিদা সাাহিদা খানম প্রমুখ।
স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার শোভাযাত্রাটি মির্জাজাঙ্গালস্থ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মির্জাজাঙ্গাল পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাটের সভাপতিত্বে এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রেদওয়ান আজাদ চৌধুরী ইফাজ ও সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুপ্রিয় চৌধুরী রাজ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরজু বাঙ্গালি, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাপ্পা পাল, সজল কান্তি দে, ফখর উদ্দিন মাহমুদ, ফারুক আহমেদ, যুবলীগ নেতা উত্তম দেব। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর
ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তপন চৌধুরী, জুয়েল দাশ, শেখ লিপন, সাজু আহমেদ, সাইফুল আল, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব গাজী রাহুল, ছাত্রলীগ নেতা এম নোমান, জায়েদ আহমদ, মুনিম আহমদ, ফরহাদ আহমেদ, টিটু সাহা, ১২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপ্ত দেব, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ভুইয়া মামুন, ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমেদ রিফাত, শরীফ আহমদ, বিশাল দাস, পিয়াং সোম, নাঈম আহমেদ, আহমেদ জুয়েল, আহমেদ রুবেল, সাগর তালুকদার, নুরউদ্দিন আহমদ, সম্রাট চন্দ, মো মুসা, জুনেদ আহমেদ, শাহীন আহমেদ, আলমগীর আহমদ, রিয়াদ আহমেদ, তুহিন আহমেদ, মো আল আমিন, মো জনি, সুহেল মিয়া, আকিব, ফরহাদ, তৌকির, সুমন্ত মালাকার, মেহেদি হাসান, তিলন, মাহিন, রায়হান প্রমুখ।
শিল্পকলা একাডেমি : ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমি সিলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উদযাপন করে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে গতকাল (১৭ মার্চ) সকাল ১০টায় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য শিশু বিভাগের প্রশিক্ষণার্থীরা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় সিলেট জেলা পর্যায়ে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ; এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা চৌধুরী ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
সিকৃবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এ সময় শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, সিকৃবি ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে একটি আনন্দর্যালি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে এসে শেষ হয়।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিনে আজ ছিলো জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে সিকৃবির ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োম্যাডিক্যাল সায়েন্স অনুষদের দ্বিতীয় তলায় এক চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর শিশু সন্তানেরা অংশ নেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সিকৃবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদ একটি আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
জেলা শ্রমিকলীগ : সর্ব কালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবাবার্ষিকী উপলক্ষে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, ও সকাল ১১টায় তালতলাস্থ টি এন্ড টি ফেডারেল ইউনিয়ন কার্যালয়ে আলেচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজ আহমদ মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমেদ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামিম রসিদ চৌধুরী, সহ সভাপতি আবদুল জলিল, সহসভাপতি সিরাজূল ইসলাম, সহ-সভাপতি আজিজুর রহমান, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক দুলন দেব, অর্থ সম্পাদক সুসান্ত দেব শ্রমিক কল্যাণ সম্পাদক মিজানুর রহমান কোখন, সহ সম্পাদক সমেরেন্দ সিংহ, সহ সম্পাদক নূর এ আলম, সহ সম্পাদক মোঃ সাজা মিয়া, জেলা শাখার সিনিয়র গিয়াস উদ্দিন চৌধুরী, সিঃ সদস্য নাজিম খান, সিনিয়র সদস্য আতিকুর রহমান জালা লাবাদ গ্যাস সি বি এ এর সভাপতি মূরলি সিংহ, সাধারণ সম্পাদক শাহ আলম ভূইয়া, সিলেট গ্যাস ফিল্ত সি বি এ এর সাধারণ সম্পাদক আবদুস সোবহান, পানি উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক রেহান আহমেদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, সহ সাধারণ সম্পাদক শানূর আলী, সাংগঠনিক সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, টি এন্ড টি ফেডারেল ইউনিয়ন সি বি এ এর সভাপতি সূর্দশন ভট্টাচার্য্য, সহ সভাপতি প্রসন্ন কূমার সিংহ, সাংগঠনিক সম্পাদক মূনির উদ্দীন, সদস্য মহিবুল হাসান চৌধুরী রাগিব, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফয়ছল মাহমূদ, দক্ষিণ সুরমা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাবেক যুগ্ম মহাসচিব আবদুল গাফ্ফার, রিকসা শ্রমিক লীগের সভাপতি মূজিবূর রহমান , সাধারন সম্পাদক আবদুল জলিল, কাষ্যকরি সভাপতি শাহ আলম, সড়ক ও জনপথ ইঊনিয়ন এর সহ সভাপতি রোস্তম খান, গণপূর্ত সি বি এ এর সাধারণ সম্পাদক ওমর ফারুক, পোস্টে আফিস সি বিএ এর সহ সভাপতি মকবুল হুসেন, হোটেল রেস্তরাঁ শ্রমিক লীগের ষূগ্ন সাধারন সম্পাদক আবূল কাসেম, সহ সভাপতি শামীম মাহমূদ, সদস্য লিয়াকত মূনসী, জেলা ষূব শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবূর রহমান সোনাম, জেলা হকার লীগের সাধারণ সম্পাদক রাজ উদ্দীন রাজন প্রমুখ।
মুরারি চাঁদ কলেজ : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঐতিহ্যবাহী মুরারি চাঁদ কলেজ, সিলেট-এর শিক্ষক পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিনটিকে উদযাপনের লক্ষ্যে রবিবার সকালে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুরারি চাঁদ কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কলেজ অধ্যক্ষ, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং কলেজের সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার চৌধুরী। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির এক অবিসংবাদিত নেতা। সারাজীবন মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ভূমিকা রাখতে হবে। এর মাধ্যমে একটি সুখি, সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলা সম্ভব। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিউল আলম, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর গণেশ চন্দ্র রায় চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অরুন চন্দ্র পাল, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবা আক্তার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মহসীন আলী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আলম, প্রভাষক কালিপদ আচার্য। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসান আল মাসুম, কামরুল ইসলাম, গোলাম কিবরিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ। সভার শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন কলেজ অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের একেবারে শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এমসি কলেজ ছাত্রাবাস মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালিক আনসারী।
মেট্রোপলিটন পুলিশ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরবর্তীতে ১০.৩০ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় এবং সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মসজিদে আছরের নামাজের পর বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত ও দেশের কল্যান কামনা করে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ নুর হোসেন ব্লক : সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শহীদ নুর হোসেন ব্লকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ দুপুর ২টায় পশ্চিম পীরমহল্লাস্থ আব্দুল আহাদ এতিম খানার ছাত্রদের মাঝে শিরণী বিতরণ করা হয়। জাতির পিতার জন্মদিনে এতিম ছাত্রদের নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মহানগর যুবলীগের সদস্য ইলিয়াছুর আহমদ জুয়েল, ৬নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ, আব্দুল লতিফ রিপন, ফারুকুল ইসলাম ফারুক, কয়েস আহমদ, সামছুল ইসলাম মিলন, এম ইউসুফ আলী, সাইফুল ইসলাম টিপু, দুলাল রাজ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, শাহ আলম শিরু, ইমদাদুল হক জায়েদ, পলাশ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান, আবু সুফিয়ান, সাইফুদ্দিন জাবেদ, শাহরিয়ার বকত সাজু, সুমন, বদরুল ইসলাম, কিশোর জাহান সৌরভ, শাফায়াত খানঁ, জুবায়ের আহমদ প্রমুখ।
মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড : সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। ১৭ মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিং, বীর মুক্তিযোদ্ধা মন্টু দাস, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম ফারুক, ডা. নাজরা চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল হান্নান, শ্যামল দেবনাথ, অধির চরণ সিং অধর প্রমুখ।
মহানগর যুবলীগ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বাদ জোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়। মিলাদ মাহফিলে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, রাহেল আহমদ চৌধুরী, লাহিন আহমদ, আনিসুর রহমান তিতাস, মুরাদ আহমদ মুরন, আব্দুর রব সায়েম, ফয়সল আহমদ তাপাদার, মোসাদ্দেক নবী, হোসেন আহমদ, আব্দুস সালাম সাহেদ, রুপম আহমদ, বুলবুল চৌধুরী, সাকারিয়া হোসের সাকির, ইয়াসিন আহমদ, এমদাদ হোসেন ইমু, আব্দুল আহাদ, আব্বাস আহমদ, রিমু খান, আব্দুল কাদির সেলিম, ইসলাহ উদ্দিন বাবলু, নাজিম উদ্দিন রাজন, আজহার উদ্দিন সিজিল, আবির হাসান রানা, নাজমুল ইসলাম চৌধুরী, মঞ্জুরুল হক, আবু সুফিয়ান, কবির আহমদ, শিপন আহমদ, লন্টু ঘোপ, লিয়াকত আহমদ, কাজি রকিব, মাহবুবুল মালিক গুড্ডু, লিটন দেব, আব্দুল ওয়াদুদ সোহাগ, অনুজ তালুকদার, জুনায়েদ হাবিব, ফারুক আহমদ, আব্দুল্লাহ, আরকান আহমদ প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগের পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ১৭ মার্চ রবিবার সকাল ১০টায় নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ সভাপতি বদরুল ইসলাম বদরু, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, ডা. রকিবুল হাসান জুয়েল, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, মুমিনুর রশীদ সুজন, গোলাম হাসন চৌধুরী সাজন, দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুয়েদুর রহমান মনি, তথ্য ও প্রযুক্তি যোগাযোগ বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, সহ কৃষি বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ তালুকদার, সহ ধর্ম বিষয়ক সম্পাক ঝুটন পাল, সদস্য কামাল খান, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক আহমদ, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সহ সভাপতি শেকিল আহমদ বাবলু, বদরুল বৈদ্য, আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক শিপলু আহমদ, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাগর সরকার, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জাবেদ আহমদ প্রমুখ।