গরু-ছাগলের মতো যারা বিক্রি হয় তারা দালাল – ড. কামাল

65

কাজিরবাজার ডেস্ক :
মানুষ বিক্রি হয় না, বিক্রি হয় গরু-ছাগল। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয়ে যায় তারা দালাল এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।
শুক্রবার গণফোরামের এক সভায় তিনি এই মন্তব্য করেন। ঢাকা মহানগর গণফোরামের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে কামাল হোসেন বলেন, ‘দেশে এখন চলছে কুশাসন। এই কুশাসন চলতে দেয়া যায় না। কুশাসন থেকে জনগণ মুক্তি চায়।’ এ সময় তিনি জানান, দেশে সুস্থ ধারার রাজনীতির মূল্যায়ন আছে, গণফোরাম নেতাকর্মীদের সুস্থ ধারার রাজনীতি করার পরামর্শ দেন তিনি। ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতির চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।’
দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর পরিচালনায় আরও বক্তব্য দেন গণফোরামের নেতা সাইদুর রহমান, আইযুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, লতিফুল বারী হামিম প্রমুখ।