পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২০ নভেম্বর সিলেট নগরীতে মুবারক র্যালি ও জেলা রেজিস্ট্রারি মাঠে মাহফিলে মীলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হবে। র্যালি সফলের লক্ষে সপ্তাহব্যাপী দাওয়াতী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় সহ সভাপতি মো. মুহিবুর রহমান ও র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখনের নেতৃত্বে একটি প্র্রতিনিধি দল বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সদস্য তৌরিছ আলী, মহানগর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সাকের, হযরত শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার শাখার সাধারণ সম্পাদক সায়েম ইবনে খায়ের, এমসি কলেজ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাবু।
প্রতিনিধি দল চান্দাইরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও আনজুমানে আল ইসলাহর সহ সভাপতি মাওলানা সরওয়ারে জাহান, মাদারবাজার এফইউ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, প্রভাষক শামসুল ইসলাম, মাওলানা আব্দুস সোবহান, ফখরুল ইসলাম, হযরত শাহজালাল (রহ.) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা এনামুল হক, শিক্ষক মাওলানা কবির আহমদ, মাওলানা শাইখুল ইসলাম, হাফিজ খলিলুর রহমান, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা লুৎফুর রহমান সিরাজী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তহুর, ওসমানীনগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আব্দুল মতিন গজনবী, সাংবাদিক আবুল কালাম আজাদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল মুহিত রাসেল, পশ্চিম জেলা সভাপতি মো. জাহেদুর রহমান, ওসমানীনগর উপজেলা তালামীয সভাপতি আব্দুল আমিন, সাধারণ স¤পাদক হাফিজ আনোয়ার হোসেন।
এদিকে র্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান ফরহাদের নেতৃত্বে অপর একটি দল বিশ্বনাথ, সিলেট সদর ও ছাতক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন। প্রতিনিধি দলে ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সুনামগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রাজন, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ মিনার, সিলেট মহানগর প্রচার সম্পাদক মারুফ আহমদ, পশ্চিম জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সদর পশ্চিম উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি শাহীন আহমদ।
প্রতিনিধি দল সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর নোমান, সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, ভুরকী হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ আব্দুশ শহীদ, শিক্ষক মাওলানা মতিউর রহমান, সদর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নূরুল হক, ছাতক জালালিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, খারগাঁও হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা গিয়াস উদ্দিন ও লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষকবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি