কিশোর বেলার কথা

16

তামিম আদনান

চাঁদের সাথে বন্ধু আমার তারার সাথে মিল
আমার ভীষণ ইচ্ছে করে হতে উড়ন্ত চিল
মুক্ত স্বাধীন ছুঁয়ে দিতে, আকাশটা সুনীল
আপন ডানায় পাড়ি দিবো নদী নালা বিল।
ইচ্ছে করে জোনাক হয়ে অন্ধকারে জ্বলি
মায়ে আমার ভীষণ রাগি, কেমন করে বলি!
ঝিঁঝি পোকার সুরের সাথে মন হয়ে যায় পোকা
ইচ্ছে করে দোর খুলি যেই মায়ে বলে খোকা!
বলতে গিয়েও থমকে দাঁড়াই বুকটা কাঁপে খুব
হুতুম প্যাঁচা ডাকে তখন; রাত হলে নিশ্চুপ।
চাঁদনী তখন শলক বিলায়, খিল খিলিয়ে হাসে!
হিমেল হাওয়া পরশ বিলায়, ঘুম কি চোখে আসে;
আসমানিরা হঠাৎ করে কী যেন সব বলে!
রুদ্ধশ্বাসে গাছের শাখে ওদের মিটিং চলে।
আমি তখন জালনা খুলে চুপটি করে শুনি;
খই ফুটানো তারা গুলো একলা একা গুনি।
হঠাৎ করে আসে কানে মাদি কুকুর কাঁদে
তাই দেখে ভাই কিশোর মনে, শতো প্রশ্ন বাঁধে!
হয়তো কেহ, ছাও মেরেছে! নয়তো সাথি হারা,
এই ভেবে ভাই ভাবুক মনে যায় পড়ে যায় সাড়া।
স্বপ্ন লোকে হঠাৎ দেখি,পরীর দেশের রাণী
আমায় নিতে ওদের দেশে,করছে টানা-টানি।
ঠিক তখনি শুনি আমি মুয়াজ্জিনে ডাকে;
সালাত পড়তে কিশোর মনটা ঘরে কি আর থাকে!
এমন করে যাচ্ছে রে ভাই কিশোর বেলা চলে;
কিশোর মনের গল্প কথা ছন্দে দিলাম বলে।