ল’ কলেজ পরিদর্শনে কাশমীর এর সাবেক প্রধান বিচারপতি

44
ল’ কলেজ পরিদর্শনকালে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ভারত মেঘালয়য়ের মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও কাশমীর সাবেক প্রধান বিচারপতি ড. আলতাফ এইচ সাইকিয়া।

ল’ কলেজ পরিদর্শন করেন ভারত মেঘালয়ের মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও কাশমীর সাবেক প্রধান বিচারপতি ড. আলতাফ এইচ সাইকিয়া। তিনি গত বুধবার সন্ধ্যায় কলেজ পরিদর্শনে শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় সভার পূর্বে তাকে ফুল দিয়ে বরন করেন সিলেট ল’ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে ও এডভোকেট আবুল খায়ের হেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশমীর সাবেক প্রধান বিচারপতি ও মেঘালয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. আলতাফ এইচ সাইকিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএম কাউছার আহমদ, সিলেট এসিসটেন্ট জজ মো: মিজানুল হক, মেট্রোপলিটন চীপ জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান ভূইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মীন খানম নীলা, এডভোকেট আবুল খায়ের হেলাল আহমদ, এডভোকেট আবুল হাসনাত ইবনে আবেদীন, ল’ কলেজ ছাত্রলীগ নেতা শামীম আলী, সাদিকুর রহমান, সৌরভ দাস, দেলোয়ার হোসেন রাহি প্রমুখ। বিজ্ঞপ্তি