গোলাপগঞ্জে কর্মীসভায় শিক্ষামন্ত্রী ॥ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের মাঠে সংগঠিত থাকতে হবে

50

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, স্বাধীনতা পরবর্তী দেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাস হয়ে IMG_1955 copyথাকবে। উন্নয়ের এ ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে সংগঠিত থাকতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। শিক্ষার উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপ সারা বিশ্বে সমাদৃত। বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে রূপান্তর করতে হলে সাংগঠনিক ভাবে আওয়ামীলীগকে আরো মজবুদ করতে হবে। আমরা বছরের প্রথম দিনে একই সাথে সারা বাংলাদেশে প্রতিটি শিশুর হাতে বই তোলে দিতে পেরেছি যা অন্য কেউ করে দেখাতে পারে নি। সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যপক ভূমিকা রাখছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখন যেকোন সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সকল নেতাকর্মীকে কাজ করে যেতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউপির আহমদ কমিউনিটি সেন্টারে লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম মছলুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথাগুলো বলেন। সভার পূর্বে শিক্ষামন্ত্রী লক্ষ্মীপাশা ইউপির কোনাচর গ্রামের নিহত মাদ্রাসা ছাত্র নুরুল আলমের বাড়িতে যান ও সেখানে নিহত নুরুলের পরিবার পরিজনের সাথে সময় কাটান এবং নুরুল হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দেন। এদিকে একই দিন বিকাল সাড়ে ৩টায় উপজেলার লক্ষণাবন্দে আঞ্চলিক স্কাউট ট্রেনিং সেন্টার এর সম্মেলন কক্ষে লক্ষণাবন্দ ইউপি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন। ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছায়াদ আহমদ ও সহ সাধারণ সম্পাদক আবুল ফজল সুবেলের যৌথ পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ এমপি। শিক্ষামন্ত্রীর সফর সঙ্গী ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, যুবলীগ কেন্দ্রীয় সদস্য এড. আব্বাস উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল ওহাব জোয়ার্দার, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন, আব্দুর রহিম নান্টু, নজরুল ইসলাম, ইকবাল আহমদ, যুবলীগ নেতা জাফরান জামিল, রুমেল সিরাজ, আলীম উদ্দিন বাবলু, , রুবেল আহমদ, শাকিল আহমদ চৌধুরী প্রমুখ।