তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কবি শফিকুল ইসলামের দাফন সম্পন্ন

34

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব, বিশিষ্ট লেখক ও কবি শফিকুল ইসলাম এর নামাজে জানাযা গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় ব্রিগেডিয়ার জেনারেল অব: কে.আই.এম ইকবাল, জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, আশরাফুল আলম, শাবিপ্রবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডিন ড. নজরুল হক চৌধুরী, নর্থইস্ট ইউনিভার্সিটির ডিন ড. তোফায়েল আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, সহকারী পরিচালক তারিক আব্দুল্লাহ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ ফারুক উদ্দিন খান, দক্ষিণ সুরমা উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মুন্তাকিম, সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার আবু সাঈদ, সমাজসেবা অফিসার শাহিনুজ্জামান চৌধুরী, এডভোকেট খাদেমুল মিল্লাত, জনতা ব্যাংকের সাবেক জিএম মাহমুদুল হক, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ডিজিএম আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ মজনুর রহমান, সন্দ্বীপ কুমার রায়, প্রিন্সিপাল অফিসার এস.এম আব্দুল হাই, মহানগর শ্রমিকলীগের সেক্রেটারী শামীম রশিদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান মাছুম, বিটিভির প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, সহকারী পরিচালক মোঃ আখতার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ খান, সুপ্রীম কোর্টের আইনজীবী শংকর কান্ত দাস, এডভোকেট মুহিবুর রহমান সেলিম, এডভোকেট সুলেমান খান সহ বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
এদিকে কবি শফিকুল ইসলাম এর মৃত্যুর সংবাদ পেয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক ও যুগ্ম সচিব নজরুল ইসলাম সার্বক্ষণিক খোঁজ-খবর নেন এবং সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, সহকারী পরিচালক তারিক আব্দুল্লাহ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, বিটিভির প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, সহকারী পরিচালক মোঃ আখতার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ খান তার বাসায় গিয়ে পরিবারবর্গের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি