আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন

47
ফিতা কেটে নারী মেলার উদ্বোধন করছেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে ২ দিনব্যাপী নারী উন্নয়ন মেলা ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়। সিলেটের মান্যবর জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ফিতা কেটে উক্ত মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জাতীয় মহিলা সংস্থা, সিলেট জেলা শাখা; এফআইভিডিবি সংঘ প্রকল্প, এফআইভিডিবি সূচনা প্রকল্প, সিলেট যুব একাডেমি, ব্লাস্ট, সিলেট জেলা শাখা; ওসিসি, ওসমানী মেডিক্যাল কলেজ শাখা; জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সিলেটের ‘নিবেদিতা’ প্রভৃতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের নারী উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত স্টল বসানো হয়। অতঃপর শাহিনা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সিলেটের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিয়া’র প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য প্রদানকালে এম কাজী এমদাদুল ইসলাম বলেন- “নারীরা আজ আর খুব পিছিয়ে নেই, বরং বিভিন্ন ক্ষেত্রে তারা আশাতীত এগিয়ে গেছে।” উদাহরণ হিসেবে তিনি সিলেটের শিক্ষাক্ষেত্রে নারীদের এগিয়ে থাকার বিষয়টিও তুলে ধরেন। তিরি আরও বলেন, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে এগিয়ে থাকলেই হবে না, বরং অন্যান্য কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ’র সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে, তাহলেই সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জয়িতা সম্মান অর্জনকারী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী, জয়িতা সম্মাননাপ্রাপ্ত সমাজসেবী আছিয়া খানম শিকদার, জয়িতা সম্মাননাপ্রাপ্ত আছমা উল হাসনা খান, জিআইজেড’র ফারহানা রব সাথী, টিআইবি’র জাকিয়া জালাল, ব্লাস্ট’র এড. ইরফানুজ্জামান চৌধুরী, সুমনা ইসলাম, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ওসমানী মেডিক্যাল হাসপাতাল, সিলেট, এফআইভিডিবি সূচনা প্রকল্পের এসজিএস কামরুন নাহার প্রমুখ। বিজ্ঞপ্তি