সিলেট সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদ বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে নির্বাচনী পথসভায় বলেছেন, অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১৮ মার্চ মানুষ নৌকায় ভোট দেবে। এবারের নির্বাচন একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচন হবে বলে আমি মনে করছি। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে নৌকায় ভোট দিতে চায়। কারন বিগত দশ বছরের উন্নয়ন মানুষের চোক্ষু খুলে দিয়েছে। আমিও সিদ্ধান্ত নিয়েছি পুনরায় নির্বাচিত হলে এ উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত পরিচ্ছন্ন একটি উপজেলা গড়বো।
৪ মার্চ সকালে খাদিমপাড়া ইউনিয়নের সিরাজ নগর গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে জাহাঙ্গীর আলম ও র্অজুন রায় অজয় এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নূর, মাওলানা জামিল আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল আহমদ, খলিলুর রহমান, পুতুল মিয়া, সিপার আহমদ, কামাল মিয়া, সুজা মিয়া, শাহ আলম, দেওয়ান আল মামুন খসরু, শাহীন আহমদ, শামীম আহমদ সুমন, পুজা উদযাপন কমিটির সম্পাদিকা মালা রানী রায়, মহিলা নেত্রী সৈয়দা রুকেয়া বেগম, নাজমা আক্তার, শীরিন আক্তার সুমি, শাহনাজ বেগম, ফাতেমা বেগম, আছমা বেগম প্রমুখ।
এদিকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আম্বরখানা প্রধান নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইশাদ আলীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও যুবলীগ নেতা সাইদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বাদশা, সাবেক জেলা কমান্ডার মির্জা জামাল পাশা, সাইফুল আলম ফটিক, মোগলগাও ইউপি সাবেক চেয়ারম্যান শাসুল ইসলাম টুনু মিয়া, মুক্তিযোদ্ধা মছদ্দর আলী, শহীদ আহমদ খান, আমির আলী, মতছির আলী, মইনুদ্দিন, আব্দুন নূর, রইছ আলী, আসিক আলী, উপজেলা যুবলীগ নেতা ইকলাল আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক বদরুল হোসেন, সহ সভাপতি সারোয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক আল মামুন শাহীন, সাব্বির আহমদ, মাসুম আহমদ, আতাউর রহমান সাধু, দুদু মিয়া, নাসির আহমদ প্রমুখ।
সন্ধ্যায় পিটারগঞ্জ বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, ইউপি সদস্য মবশ্বির আলী, নিজাম উদ্দিন, মহানগর স্বেচ্চাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া, সাবেক মেম্বার আফতাব উদ্দিন, প্রবাসী নেতা গোলাম রব্বানী প্রমুখ। বিজ্ঞপ্তি