স্টাফ রিপোর্টার :
উন্নয়ন প্রকল্পের কাজের জন্য কাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও কিছু এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। বিষয়টি গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হোসেন, বড় বাজার গলি, দারুস্ সালাম মাদ্রাসা রোড, খাসদবির, মজুমদারী, সৈয়দ মুগনি, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিল চিশত, সুবিদ বাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্স টুলা, তাতিপাড়া, লাক্কাতুরা বিভাগীয় অন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনীছড়া, আদানি, বড় শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, সালুটিকর, ফাজিলচিস্ত, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সবরাহ বন্ধ থাকবে।
অপরদিকে একই দিন অর্থাৎ- শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ৪ ঘণ্টা সিলেট মহানগরীর জালালাবাদ আ/এ, পাহাড়িকা, নবাবরোড, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, মিরের ময়দান ও অর্নব আবাসিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।