কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাস হওয়া পাঁচটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি এ পাঁচটি বিলে সম্মতি দেন।
বিলগুলো হচ্ছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৯,বাংলাদেশ ইপিজেড শ্রম বিল, ২০১৯, পার্বত্য চট্টগ্রাম (জমি অধিগ্রহণ) প্রবিধান (সংশোধন) বিল, ২০১৯, গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল, ২০১৯ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল, ২০১৯।