চুনারুঘাটে ৫টি ইট ভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

24

স্টাফ রিপোর্টার :
পরিবেশ সংক্রান্ত সরকারী বিধি বিধান ভঙ্গ করার অপরাধে হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় ৫টি ব্রিকসকে (ইট-ভাটা) ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। গত রবিবার প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, রবিবার ২৪ জানুয়ারি সোয়া ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২ ( শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল এএসপি আফসান-আল-আলম এবং মোহাম্মদ এমরান হোসেন (পরিচালক, পরিবেশঅধিদপ্তর, সিলেট) এর আদালত ও ফোর্সসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর (সংশোধনী ২০১৯) এর ৮(৪) ধারা অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের কারণে ৫টি প্রতিষ্ঠানকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো যথাক্রমে- মেসার্স খোয়াই ব্রিকস ১ লক্ষ ৫০ হাজার টাকা, টাইগার ব্রিকসকে ১ লক্ষ টাকা, শোভা ব্রিকসকে ২ লক্ষ টাকা, মোসার্স তিতাস ব্রিকসকে ২ লক্ষ টাকা, ও মেসার্স নিউ তরফ ব্রিকসকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।