আলোচনাসভায় বক্তারা ॥ রকীব শাহর অধ্যাত্ম প্রেমরাজ্যের সন্ধান করতে হবে

21

রকীব শাহ ছিলেন মরমি সাধক। অধ্যাত্ম ভাবসাধনাই ছিল তাঁর জীবনের ব্রত। তাঁর প্রতিটি গানের বাণী এই সাধনার মর্মকথা হিসেবে কখনও প্রচ্ছন্নভাবে, কখনও বাহ্যরূপে ব্যক্ত হয়েছে। তাই তাঁর তথ্যপূর্ণ কাব্যগীতি পাঠ করে অধ্যাত্ম প্রেমরাজ্যের সন্ধান করতে হবে।
বৃহস্পতিবার রকীব শাহ পরিষদ আয়োজিত ‘রকীব শাহের জীবন, সাহিত্য ও সাধনা’ শীর্ষক আলোচনাসভায় আলোচকবৃন্দ এ-কথা বলেন।
তিনদিনব্যাপী ৫৩তম বার্ষিক উরস উপলক্ষে আলোচনাসভার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম।
সিনিয়র আইনজীবী এম এ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রকীব শাহ পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ময়না মিয়া ও বিশিষ্ট ব্যাংকার এ এফ এম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সভাপতি ডক্টর কাজী কামাল আহমদ।
শহরের কাজিটুলায় রকীব শাহ মাজারপ্রাঙ্গণে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সামসুল ইসলাম মুন্না। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম। বিজ্ঞপ্তি