কবির মাহমুদ
একুশ মানে শহীদ ভাইয়ের
রক্ত রাঙা বস্ত্র,
মায়ের ভাষায় কথা বলার
প্রাণে কেনা অস্ত্র।
একুশ হলো মায়ের বুলি
শুদ্ধি করার যন্ত্র,
একুশ আমার বর্ণে গাঁথা
কথা বলার মন্ত্র।
একুশ মানে রক্ত লালে
স্বাধীন চেতা পাত্র,
ভাষার টানে বুক চিতিয়ে
প্রাণ দিয়েছে ছাত্র।
বিশ্ব-খাতায় মায়ের ভাষা
স্থান করেছে শক্ত,
বর্ণ-মালায় মিশে আছে
আমার ভাইয়ের রক্ত।