মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের একই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসব দোকানের টিনের চালা ফাঁকা করে ভেতরে প্রবেশ করে ৯৮ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার রাজনগর সদর ইউনিয়নের রাজনগর বাজারে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কামাল হোসেন আলভীর মালিকানাধীন আরিফ ফার্মেসী বন্ধ করে বাড়িতে যান। বুধবার (২৯ জুন) বুধবার সকাল সাড়ে ৮টায় দোকানে এসে দেখেন ক্যাশবাক্সে থাকা তার ৯৮ হাজার টাকা নেই। পরে উপরে উঠে দেখা যায় টিনের চালার পেরেক খুলে কেউ দোকানে প্রবেশ করেছে।
তার পার্শ্ববর্তী ব্যবসায়ী আব্দুল মহিজ রুবেল’র মালিকানাধীন রাজীব মেডিকেল হলের নগদ ৫০০ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে রাজনগর থানার উপপরিদর্শক তোফায়েল আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরিফ ফার্মেসীর মালিক কামাল হোসেন আলভী জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকান খোলার পর এক ক্রেতাকে ফেরত টাকা দিতে গেলে ক্যাশবাক্সে টাকা না থাকার বিষয়টি নজরে আসে। পরে জানতে পারি আমার পাশের আরেকটি ফার্মেসী থেকেও ৫০০ টাকা নিয়ে গেছে। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।
রাজনগর থানার উপপরিদর্শক তোফায়েল আহমদ বলেন, এক ব্যবসায়ী দোকান চুরির বিষয়টি জানানোর পর পর আমরা সেখানে গিয়েছি। দোকানের ওপরের টিন পেরেক খুলে চোর ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। আমাদের তৎপরতা অব্যাহত আছে, তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।