কুলাউড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

22

কুলাউড়া থেকে সংবাদদাতা :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ ফেব্র“য়ারী বৃহস্পতিবার এসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মঞ্জুরুল আলম। এদিকে গত ২৭ ফেব্র“য়ারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মহি উদ্দিন হোসেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে নিজের দেয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যার ফলে চুড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ হচ্ছেন- আওয়ামীলীগ দলীয় প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আসম কামরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক একেএম সফি আহমদ সলমান (আনারস) ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকি খান (দোয়াত-কলম) প্রতীক।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান, আঞ্জুমানে আল-ইসলাহ উপজেলা সাধারণ সম্পাদক মাও. ফজলুল হক খান সাহেদ (বই), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু (তালা), কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতই (উড়োজাহাজ), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না (মাইক) ও সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল (টিউবওয়েল), মৌলভীবাজার স্টুডেন্টস এসোসিয়েশন, শাবিপ্রবি এর সভাপতি (একেবারে তরুণ প্রার্থী) হুমায়ুন কবির শাহান (পাল্কী), লংলা চা-বাগানের রাজ কুমার কালোয়ার রাজু (চশমা), শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকারর আব্দুল আহাদ (টিয়া পাখী) প্রতীক পেয়েছেন।
এদিকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান কুলাউড়া পৌর জাসদ সভাপতি নারীনেত্রী নেহার বেগম (ফুটবল), উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি (হাঁস) এবং পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা মোছাঃ শাহানা আক্তার (কলস) প্রতীক পেয়েছেন। আগামী ১৮ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।