স্টাফ রিপোর্টার :
উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলীসহ ৪ জনকে শোকজ করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী ৩দিনের মধ্যে এই শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। গত সোমবার এই শোকজ নোটিশ দেয়া হয়েছে বলে সিসিক সূত্র জানিয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন- সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব, উপ সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও কার্য্য সহকারী মোহাম্মদ ঈসা।
সিসিক সূত্রে জানা যায়, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের চালিবন্দর এলাকার একটি ছড়া সংস্কার ও উদ্ধারের কাজ পরিদর্শনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। গত সোমবার পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান দেখে উন্নয়ন কাজটি স্থগিত করে দেন। কাজে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও গাফিলতির দায়ে মেয়র ওইদিনই ৪ জনকে শোকজ করেন।
এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নিম্নমানের পাথর, বালু ও সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। পরীক্ষার জন্য নির্মাণ সামগ্রী ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীসহ ৪ জনকে শোকজ করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আলী আকবরকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।