সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের কল্যাণে নিবেদিত জাতীয় সংগঠন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ঘোষিত ৭দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ। দাবিসমূহ হচ্ছে, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক নিরাপত্তা আইন চাই, প্রেস কাউন্সিল হতে সাংবাদিক নিবন্ধন সনদ চাই, সকল বিভাগে সরকারি ভাবে গণমাধ্যম প্রশিক্ষণ ইনস্টিটিউট চাই, দুস্থ ও বেকার সাংবাদিকদের জন্য ভাতা চাই, দুস্থ ও ভূমিহীন সাংবাদিকদের আবাসনের জন্য খাস জমি চাই, সাংবাদিকদের জন্য অবসর ভাতা চাই, দলবাজী নয়; সাংবাদিকদের পেশাদারীত্ব চাই। বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবু হানিফ খান ও কেন্দ্রীয় মহাসচিব নূরুজ্জামান প্রধান এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ঘোষিত ৭দফা বাস্তবায়নের জন্য সরকারের নিকট এসব দাবি জানিয়েছেন। সাংবাদিক নেতৃদ্বয় একই সাথে গণমাধ্যম কর্মিদের পেশাদারিত্ব ভূমিকা আরও জোরদার করা ও দাবী আদায়ে দল-মতের ঊর্ধে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি