স্টাফ রিপোর্টার :
অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর, কর্মকর্তা ও প্রকৌশলীসহ ৪৪ জনের বহর নিয়ে খুলনা গেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার ১৩ জানুয়ারি থেকে আগামী রবিবার ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের খুলনায় থাকার কথা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে মেয়র আরিফের নেতৃত্বে সিসিকের বহরটি ঢাকায় যায়। পরে ইউএস বাংলারই ফ্লাইটে ঢাকা থেকে যশোর এবং পরে খুলনা এয়ারপোর্টে গিয়ে পৌঁছান তারা। সেখান থেকে ইউএস বাংলার একটি স্পেশাল বাসে করে বিকাল ৩টার দিকে তারা খুলনা নগরভবনে গিয়ে পৌঁছান।
সিসিক সূত্র জানায়, খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়া, কর্পোরেশনের রাজস্ব আদায় কার্যক্রম ই-গভর্নেন্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি, অপরিশোধিত পেট্রোলিয়াম প্ল্যান্ট (অংঢ়যধষঃ চষধহঃ)-এর কার্যক্রম এবং খুলনা ওয়াসা পানি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করে এ থেকে অভিজ্ঞতা অর্জন করতে ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সংশ্লিষ্ট স্থায়ী কমিটির কাউন্সিলরবৃন্দ, প্রকৌশলীবৃন্দ ও কর্মকর্তাগণ খুলনায় অবস্থান করছেন।
এদিকে, সিসিকের এ সংক্রান্ত অফিস আদেশে সিসিক মেয়রসহ সংশ্লিষ্ট ২২ জনের ভ্রমণের কথা থাকলেও সরকারি খরচে ৪৪ জনের বিশাল বহর নিয়ে খুলনা গেছেন আরিফুল হক চৌধুরী। কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ৩ দিনের সরকারি এ ভ্রমণের ফাঁকে বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ঘুরে বেড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে বলে জানা গেছে।