তুমি ছাড়া এলোমেলো

72

সাদিক শামসুল

করুণ চোখে চেয়ে থাকি শুধু
আমি অপেক্ষায় থাকি তোমার প্রাণে
আর ভাবি শুধু নিরালা নিভৃত্বে নির্জনে,
হে, তুমি কি আমার জীবনে।

তুমি এসো আমার একাকিত্ব জীবনে
আলোয় রাঙ্গিয়ে দাও, দাও সব গুছিয়ে
আমি হব ধন্য, হে শুধু তোমার জন্য,
আমি সুখি আজ তোমায় পেয়ে।

তুমি হীনা জীবন পথ সুপ্ত
তপ্ত রোদে তেষ্টায় বড়ই অধীর
অশান্ত ব্যাকুল মন তোমার পেয়ে,
পেল সুখের ঠিকানা, হলো স্থির।

মনের অজান্তে চোখের আড়াল হলে
তোমার স্মৃতি ভেসে উঠে মনের ক্যাম্পাসে
চাঁদের জ্যোৎ¯œাতে দাড়িয়ে থাকি,
মধুর স্মৃতিগুলো নিয়ে তোমার ধ্যানে।

হাজারো আশা ছড়ালে তুমি জীবনে
হে স্বপ্ন বিলাসী,কে তুমি মায়াবিনী।

ভালোবাসার বন্ধনে আগলে রেখে
তুমি প্রভুর প্রদত্ত কি উপহার আমার
তোমার স্পর্শে হৃদয়ে ফুটে ফুল
তোমায় তুমি বলে ডাকি যখন,
তুমি পাশে আছ এটাই আমার বিশ্বাস।

ভালোবাসার মিষ্টি পরশে আজ
মনে জমানো যত বিষন্নতা হল দূর
তুমি আছ বলে আজ জীবন রঙিন,
তুমি হীনা জীবন, ছিল এলোমেলো।