আব্দুল্লাহ আল তুহিন
ফাল্গুনে ভরা একটা মাস
বসন্তে মাঝে আসে,
ফুলের পাতা এলে ভ্রমর
ফুলগুলো সব হাসে।
মিটা রোদের বাতাস পেলে
ভালো লাগে গায়ে,
ইচ্ছা করে দূরে কোথাও
উড়ি পাখি হয়ে।
গাছের শাখে কোকিল ডাকে
মনটা নেচে উঠে!
বসন্ত এলে সবার সময়
আস্তে আস্তে কাটে।
কত শত পাখির বাহার
ধরছে কত সাজ!
গানে গানে বলছে সুরে
এলো ঋতুর রাজ।