জীবনরক্ষায় মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে একসঙ্গে রক্তদান করলেন চল্লিশজন ইমাম। গতকাল মঙ্গলবার সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী দিনে প্রশিক্ষণার্থী ইমামদের ১০৬৭তম দলের ৪০জন ইমাম রক্তদান করেন। রেস ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহায়তায় সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘রক্ত দিন, জীবন বাঁচান’ শ্লোগানকে প্রতিপাদ্য করে গত বাইশ বছর ধরে ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণার্থী ইমামরা রক্তদান করছেন। মানুষের জীবন রক্ষায় তাদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আল্লাহ পাক কুরআনে বলেছেন, ‘যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করলো।’ কুরআনের এই শিক্ষাকে ধারণ ইমামগণ নিয়মিত রক্ত দিচ্ছেন।
সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সহকারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার প্রশাসনিক কর্মকর্তা ইসমাঈল হোসেন ও রেস ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্টের মেডিকেল অফিসার ডা. আবু সালেহ খান, প্রোগ্রাম অফিসার কমলপদ, ইসলামিক ফাউন্ডেশনের চীফ মনিচর জহির মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি