ইমাম প্রশিক্ষণ একাডেমির উদ্যোগ একসঙ্গে রক্তদান করলেন ৪০ ইমাম

3
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষকে কাক্সিক্ষত স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত, সমৃদ্ধ ডিজিটাল দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পাচ্ছে। শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্য, অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ আজ আওয়ামী লীগের নেতৃত্বে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ হল গণমানুষের ঠিকানা, জাতির আস্থার প্রতীক। আওয়ামী লীগের কর্মী হিসেবে ও আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে আমি সৌভাগ্যবান ও গর্বিত। (১ জুন) বুধবার কামরান আছমা হেলথ কেয়ার সার্ভিস এর সার্বিক সহযোগিতায় ও নগরীর প্রস্তাবিত ৩৭নং ওয়ার্ডের টিলাগাঁও, ডলিয়া ও বড়গুল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পঞ্চায়েত প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী জমসেদ মিয়া, হাজী মফিজ আলী মাস্টার, হাজী ইউনুছ আলী, হাজী শমসের আলী, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন, মুহিবুর রহমান, ফারহান রুবেল, ডা: লবেন্দু মোহন পাল, ডা: নিলাঞ্জনা চৌধুরী, ডা: শাহরিয়ার ফেরদৌস শাওন, ডা: আহমেদুল কবির সায়েম, ডা: প্রগতি মাহাশেট, ডা: সহিদুল ইসলাম প্রমুখ। ক্যাম্পে প্রায় তিনশত মানুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়। বিজ্ঞপ্তি

জীবনরক্ষায় মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে একসঙ্গে রক্তদান করলেন চল্লিশজন ইমাম। গতকাল মঙ্গলবার সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী দিনে প্রশিক্ষণার্থী ইমামদের ১০৬৭তম দলের ৪০জন ইমাম রক্তদান করেন। রেস ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহায়তায় সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘রক্ত দিন, জীবন বাঁচান’ শ্লোগানকে প্রতিপাদ্য করে গত বাইশ বছর ধরে ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণার্থী ইমামরা রক্তদান করছেন। মানুষের জীবন রক্ষায় তাদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আল্লাহ পাক কুরআনে বলেছেন, ‘যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করলো।’ কুরআনের এই শিক্ষাকে ধারণ ইমামগণ নিয়মিত রক্ত দিচ্ছেন।
সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সহকারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার প্রশাসনিক কর্মকর্তা ইসমাঈল হোসেন ও রেস ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্টের মেডিকেল অফিসার ডা. আবু সালেহ খান, প্রোগ্রাম অফিসার কমলপদ, ইসলামিক ফাউন্ডেশনের চীফ মনিচর জহির মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি