মায়ের ভাষা

24

আহমেদ কবির

একুশের ঐ গল্প শুনি
যখন মায়ের মুখে,
বেদনায় মোর বক্ষ কাঁপে
অশ্রু ঝরে চোখে।

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্তে,
রাজপথে রক্তের বন্যা বয়
আমার ভাইয়ের রক্তে!

রাষ্ট্রভাষার দাবিতে ভাই
যায় মিছিলের ভীড়ে,
বুলেট এসে বুকে বিঁধে
আর তো নাহি ফিরে!

আমার ভাইয়ের রক্তে কেনা
অর্থ-কুড়িতে নয়,
রাষ্ট্রভাষা বাংলা পেলাম
ঐ রক্তের বিনিময়।