যুক্তরাজ্যে বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণে সহযোগিতা ও ভিসা প্রসেসিং এর বিষয়টি যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমার আন্তরিক চেষ্টা থাকবে। গতকাল ১৭ মার্চ রাত টায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে যুক্তরাজ্যের কেটলী এলাকার লেবার পার্টির বর্তমান এম.পি পদপ্রার্থী সাবেক এম.পি মিঃ জন গ্রগ্যান সংবর্ধনা সভায় একথা বলেন। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় মিঃ জন গ্রগ্যান বলেন সিলেটের সঙ্গে আমার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের সকল নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আসন্ন পার্লামেন্ট নির্বাচনে সিলেটের আত্মীয় স্বজনকে তাকে ভোট দেয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা হাজী মোঃ ফুল মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রেজাউর করিম খান, সমাজকল্যাণ সম্পাদক মোশাহিদ আলম মহিম, সহ সমাজ কল্যাণ সম্পাদক আহসানুল হক লিটু, মহিলা বিষয়ক সম্পাদীকা রুনা বেগম, রতœা বেগম, হালিমা আক্তার লিমা, সায়েম চৌধুরী মোঃ খয়রুল হাসান, মোঃ বাছিত আলম, এমদাদুল রহমান, আশরাফুজ্জামান মাহিম, অমিত দেব নাথ, অলক চন্দ্র, শুভ দত্ত, চামেলী বেগম, রোকশানা আক্তার জুই, প্রমুখ। সংবর্ধনা সভায় বক্তারা বলেন লেবার প্রার্থী মিঃ জন গ্রগ্যান জয়ী হলে বাংলাদেশীদের ভিসার কার্যক্রম আবারও ঢাকায় নিয়ে আসার আহ্বান জানান। পরে সংবর্ধিত অতিথিকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া উপদেষ্টা হাজী মোঃ ফুল মিয়া ক্রেষ্ট প্রদান করেন। বিজ্ঞপ্তি