সিলেটে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নিসচা মহানগর নেতৃবৃন্দ। সোমবার (১৮ ফেব্র“য়ারি) এক বার্তায় গত ১৬ ফেব্র“য়ারি ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার বদিকোণায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রী ও নববধূ নিহত ও রোববার দিবাগত রাত সিলেট নগরীর নয়াসড়কে পেছন থেকে দ্রুতগামি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর পা পিষ্ট হওয়ার ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, চালকের অদক্ষতা, ওভারটেকিং, ফিটনেসবিহীন গাড়ি ও ট্রাফিক আইন না মানা, অতিরিক্ত যাত্রী বোঝাই, বেপরোয়া গাড়ি চালানো- এসব কারনে দিন দিন সড়কে দুর্ঘটনা বেড়েই চলছে। যার ফলে প্রতিনিয়ত বিভিন্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কোন না কোন মায়ের কোল খালি হচ্ছে ও অনেকেই গুরুতর আহত হচ্ছেন।
এ থেকে উত্তোরণ হতে হলে- চালকের উপযুক্ত প্রশিক্ষণ, যান্ত্রিক ত্র“টি-বিচ্যুতি, ট্রাফিক আইন মেনে চলা, দেখে শুনে ওভারটেকিং করা ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এ গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবার-পরিবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সহ সভাপতি রোটা. ইমানুর রশিদ চৌধুরী, মিলন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুল। বিজ্ঞপ্তি