সার, বীজসহ কৃষি উপকরণের দাম কমানো, ফসলের লাভজনক দাম ও কৃষকদের সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখা।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় সিলেট সদর উপজেলার টুকেরবাজারে গণসংযোগকালে নেতৃবৃন্দ এই দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষকরাই সবচেয়ে অবহেলিত।
মাত্র ৫০০ কোটি টাকা কৃষি ঋণের জন্য ১ লক্ষ ৬৮ হাজার কৃষকের নামে সার্টিফিকেট মামলা অন্যদিকে লুটেরারা ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুটপাট করলেও তারা ধরাছোঁয়ার বাহিরে।
নেতৃবৃন্দ কৃষি উপকরণের দাম কমানো এবং কৃষি পণ্যের লাভজনক দামের দাবি জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা ফারুক আহমদ, ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, বিপ্রপ দাস শুভ্র প্রমুখ। বিজ্ঞপ্তি