হাওরবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক – এড. মিসবাহ সিরাজ

8

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, হাওরবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। হাওর উন্নয়নে তিনি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। হাওরবাসী অচিরেই এর সুফল ভোগ করতে পারবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করছে। তিনি বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করতে শেখ হাসিনার পাশে থাকতে সবাইকে আহবান জানান।
তিনি বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেটের আয়োজনে নগরীর অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেটের সভাপতি সুরঞ্জিত বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার।
সভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেট-৩ আসনে আমরা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে দেখতে চাই তাই সিলেট-৩ আসনে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাওর উন্নয়ন মন্ত্রণালয় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ঋতু রঞ্জন দেব, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য মীর মোশরফ হোসেন, সম্মিলিত নাগরিক পরিষদের সভাপতি মো. বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়ন্ত বণিখ লিটন, আওয়ামীলীগ নেতা আসিকুর রহমান রব্বানী, প্রাণের সিলেটের উপদেষ্টা আখলাক হোসেন, সিলেট মহানগর ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মোশররফ আলী তুহিন, প্লাবন বণিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী হোসেন, পবিত্র দাস। বিজ্ঞপ্তি