দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা ॥ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

40

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ ছাত্রি আয়শা সিদ্দিকা চাঁদনী সহ আরো দুইজনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে কলেজের হল রুমে এক শোক সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদারের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিল সেক্রেটারি এম এ বায়েছ এর পরিচালনায় সকাল ১১টার সময় শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, অধ্যাপক শিরিনা বেগম,অধ্যাপক তাসলিমা বিলকিস, অধ্যাপক এম এ আজিজ বক্তব্য রাখেন। শোক সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক নূরুল ইসলাম আলমগির, অধ্যাপক ছায়া রানী সাহা,অধ্যাপক রোমানা সুলতানা অধ্যাপক এম এ জলিল, প্রভাষক হুমায়ুন কবির, র. ম বাবর, প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক জুয়েল রায় প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে ২য় বর্ষের ছাত্রী লিমা বেগম।
সভায় চাঁদনীর অকাল মৃত্যুতে দু’মিনিট নিরবতা পালন করা হয়। স্মৃতি চারণ করে চাঁদনীর সহপাঠিরা। শোকসভা শেষে মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বঙ্গবীর রোডে শিক্ষক ও ছাত্রীরা একটি বিশাল মানববন্ধন করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয় শিক্ষক ও ছাত্রীদের পক্ষ থেকে। অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার মানব বন্ধনের সমাপ্তি ঘোষণা করেন ও সবাইকে ধৈর্য্য ধারণ করতে বলেন। বিজ্ঞপ্তি