ছাতক উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মধ্যে ১৪ জনই আ’লীগের

90

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ না নেয়ায় চেয়ারম্যান পদে বিএনপির কোন প্রার্থী অংশ নেননি। তবে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে উপজেলা জাপা নেতা শামীম আহমদ। চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থী আওয়ামী সংগঠনেরর। সোমবার দুপুরে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে ইজাজুল হক রনি ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে শামীম আহমদ উৎসব মুখর পরিবেশে স্ব স্ব মনোনয়ন পত্র দাখিল করতে দেখা গেছে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল এবং আওয়ামীলীগ নেতা গোবিন্দগঞ্জ আব্দুলহক স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা ভিপি আওলাদ আলী রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমানে যারা প্রার্থী হয়েছেন বিগত উপজেলা নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিগত নির্বাচনে আ’লীগ মনোনিত ৩৩হাজার ৮শ’ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অলিউর রহমান চৌধুরী বকুল। ১৯হাজার ৭শ’ ভোট পেয়ে আওলাদ আলী রেজা ৩য় স্থানে ছিলেন। প্রায় ২৪ হাজার ভোট পেয়ে ২য় স্থানে থাকা জামাতের প্রার্থী এড. রেজাউল করিম তালুকদার এ বছর প্রার্থী হননি। বর্তমান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান বিগত নির্বাচনে উল্লেখযোগ্য ভোট না পাওয়ায় তিনি জামানত হারিয়েছিলেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, শাহীন চৌধুরী, আতাউল হক সানি, বাবুল রায়, আব্দুল গাফফার, এড. মাছুম আহমদ ও লোকমান হোসেন আওয়ামীলীগ ঘরনার। বিএনপির ইজাজুল হক রনিও জাপার শামীম আহমদ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে, লিপি বেগম, রাবেয়া বেগম ও নাসিমা আক্তার চামেলী আওয়ামীলীগ ঘরনার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।