কানাইঘাট থেকে সংবাদদাতা :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন। আওয়ামীলীগের কেন্দ্রয়ী নেতৃবৃন্দ সিলেট জেলার উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা গত শনিবার রাতে সংবাদ সম্মেলনে প্রকাশ করার পর তা গণমাধ্যমে প্রচারিত হলে কানাইঘাটের প্রার্থী তালিকায় মুমিন চৌধুরীর নাম থাকায় তার সমর্থক ও দলীয় অনুসারীরা উৎফুল্ল ও উৎসবে মেথে ওঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মুমিন চৌধুরীর সমর্থকরা তাকে অভিনন্দন জানিয়ে দলের কেন্দ্রয়ী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা ধরণের পোস্ট দিতে দেখা গেছে। অপর দিকে দলীয় ভাবে চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দ্বী কানাইঘাট সাতবাঁক ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ দলের মনোনয়ন পাবেন এমন দৃঢ় মনোবল ছিল তার বিশাল দলীয় অনুসারী স্থানীয় নেতাকর্মী সমর্থকদের মাঝে। কিন্তু তিনি শেষ পর্যন্ত মনোনয়ন থেকে ছিটকে পড়ায় তার সর্মথকদের মধ্যে এক ধরণের হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। মস্তাক আহমদ পলাশের পক্ষে অবস্থান নিয়ে ফেইসবুকে নানা ধরণের লেখনীর মাধ্যেমে তার সর্মথকরাও ছিলেন সোচ্চার। আ’লীগের মনোনয়ন পাওয়ায় মুমিন চৌধুরী কেন্দ্রীয় ও জেলা এবং কানাইঘাট উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাধীনতার প্রতিক নৌকাকে আগামী ১৯ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মূলত বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুমিন চৌধুরী সিলেট-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন। সহজ সরল ও কী¬ন ইমেজ থাকায় ও জেলা আ’লীগ নেতৃবৃন্দের কেন্দ্রে প্রেরিত সাংগঠনিক রিপোর্টের প্রেক্ষিতে মুমিন চৌধুরী সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় দলের নির্বাচনী বোর্ড এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে তাকে অগ্রাধিকারের ভিত্তিতে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন দেন। প্রসঙ্গত যে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৬ জন। এর মধ্যে মূল আলোচনায় ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা আ’লীগের সদস্য বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সাথে জড়িত আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপির বর্তমান চেয়ারম্যান দলের তৃণমূলের নেতাকর্মীদের বিশাল অংশের পছন্দের প্রার্থী আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। শেষ পর্যন্ত দল মুমিন চৌধুরীকে বেছে নিয়ে তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছে। এখন পর্যন্ত মুমিন চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের মধ্যে প্রকাশ্যে কোন ধরণের বিরোধ দেখা না গেলেও ভিতরে ভিতরে যারা চেয়ারম্যান প্রার্থী ছিলেন দলীয় মনোনয়ন পাননি তাদের সমর্থকদের মধ্যে নানা ধরণের ক্ষোভ রয়েছে।