ওসমানী জাদুঘরে ওসমানীর ব্যবহৃত হ্যান্ড মাইক হস্তান্তর

22

নগরীর পূর্ব ধোপাদীঘিরপারস্থ সিলেট ওসমানী জাদুঘরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি (সিএনসি) বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ব্যবহৃত হ্যান্ড মাইকটি হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার বিকালে বঙ্গবীর জেনারেল ওসমানীর ভ্রাতুষ্পুত্র, বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট, ঢাকা-এর ট্রাস্টি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী টিটু জাদুঘরের সহকারী কিপার ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. জিয়ারত হোসেন খানের কাছে এই হ্যান্ড মাইকটি হস্তান্তর করেন। এ সময় রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী বলেন, বঙ্গবীর ওসমানী বাঙালি জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁর আদর্শকে অনুসরণ ও স্মৃতিকে সংরক্ষণ জাতির নৈতিক দায়িত্ব ও কর্তব্য। হ্যান্ড মাইকটি হস্তান্তর করায় ওসমানী পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাদুঘরের সহকার কিপার মো. জিয়ারত হোসেন খান। বিজ্ঞপ্তি